সেই জন্যই এখনই কলকাতায় আসা হচ্ছে না ইস্টবেঙ্গলের কোচের।
জানা গিয়েছিল, কলকাতা লিগের আগেই কলকাতায় আসতে পারেন কুয়াদ্রাত। তবে তা এখনই হচ্ছে না।
শুক্রবার বিকেলে বোর্ড মিটিং-এ বসেছিলেন ইমামি ও ইস্টবেঙ্গল কর্তারা। দুই পক্ষের কর্তাদের মধ্যে কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কবে আসছেন কোচ? তা এখনও জানা যায়নি।
ইমামি কর্তা আদিত্য আগারওয়াল বলেন, ‘ভিসা সমস্যায় অসুবিধায় পড়তে হচ্ছে সমস্ত বিদেশিদের। কোচও ভিসা সমস্যার জন্যই আসতে পারছেন না। আমরা বিষয়টা এআইএফএফ-কে জানিয়েছি’।
তাই ঠিক কবে ইস্টবেঙ্গল কোচ কলকাতায় আসছেন তা বলা না গেলেও, কলকাতা লিগের মাঝেই তিনি চলে আসতে পারেন। রিজার্ভ দলকে দেখে নেওয়াই লক্ষ্য তাঁর।
শোনা যাচ্ছে কলকাতা লিগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ম্যাচের দিন বদলে যেতে পারে।
১০ জুলাই প্রথম ম্যাচে নামার কথা ছিল লাল-হলুদের। তবে ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট থাকায় পুলিশের পক্ষ থেকেই আপত্তি জানানো হয়েছে। (ভিডিও- ইস্টবেঙ্গল)
কলকাতা লিগ খেলতে গেলে কিছুটা প্রস্তুতির প্রয়োজন। পুলিশের ফুটবলাররা ভোটের ডিউটিতে থাকবেন। ফলে তাদের পক্ষে এই ম্যাচে নামা সম্ভব নয়।