18 September, 2023

BY- Aajtak Bangla

ধুতি-পঞ্জাবী পরে রবীন্দ্রসঙ্গীতে মজে কুয়াদ্রাত, ব্যাপার কী?

ধুতি-পঞ্জাবী পরে রবীন্দ্রসঙ্গীতে মজে কুয়াদ্রাত, ব্যাপার কী?

ইস্টবেঙ্গল কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বাঙলার সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন কার্লেস কুয়াদ্রাত।

তবে এবার তাঁকে দেখা গেল একেবারে বাঙালির বেশে। সাদা পাঞ্জাবি-ধুতি পরে রেডিও শুনছেন।

চ্যানেলটা বদলে কুয়াদ্রাত চালিয়ে দিলেন আকাশ ভরা সূর্য তারা গানটি।

শুধু তাই নয়, চুমুক দিচ্ছেন চায়ের পেয়ালায়। কাজের লোককে নির্দেশ দিচ্ছেন ইলিশ রান্না করার।

কোনও সাংবাদিক বৈঠক করে জার্সি উন্মোচন নয়। একেবারে নতুন কায়দায় ভিডিও বানিয়ে আনা হয়েছে হোম জার্সি।

আর সেই উপলক্ষেই কুয়াদ্রাতকে দেখা গেল অন্য মেজাজে। দেখা যায় ধুতি ও লাল হলুদের নতুন জার্সি পরে কার্লোস কুয়াদ্রাত।

চিরাচরিত সাদা জার্সিই রাখা হয়েছে এবারের অ্য়াওয়ে জার্সিতে। সঙ্গে রয়েছে লাল ও হলুদ রংয়ের স্ট্রাইপ।

ডুরান্ড কাপের রানার্স আপ হয়ে দল ভালো শুরু করেছে। সেটাই এবার ISL-এ হবে বলে আশা করছেন সমর্থকরা।

কলকাতা লিগেও দারুণ ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল।