17 May, 2023
BY- Aajtak Bangla
এরপর থেকেই নানা মহল থেকে নানা কটাক্ষ শুরু হয়েছে। মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গলের অ্যাকাউন্টে ১ টাকা করে পাঠাচ্ছেন।
কোয়েসকে ইনভেস্টর করে আনার পর, মোহনবাগান সমর্থকদের ভিখারি বলে কটাক্ষ করতে থাকেন লাল-হলুদ সমর্থকরা।
মোহনবাগান সমর্থকদের অভিযোগ, সেই সময় তাঁদের দেখলেই ১টাকা করে ছুড়ে দিতেন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ।
আর এবার যখন ইস্টবেঙ্গল সাধারণ সমর্থকদের কাছেই ক্লাব হাত পাতছে সেই সময় তাই ১টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা।
শুধু ১ টাকা ওই অ্যাকাউন্টে পাঠানো নয়, ফেসবুকে তার স্ক্রিনশটও শেয়ার করেছেন মেরিনার্সরা।
ক্লাবের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নন লাল-হলুদ সমর্থকদের একাংশ।
প্রাথমিক ভাবে এই অর্থ ব্যবহার করা হবে অ্যাকাডেমি এবং ইয়ুথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে।
প্রয়োজনে এই অর্থ সিনিয়র দলের কাজেও ব্যবহার করা হতে পারে। সেটা যদিও ঠিক করবে ইমামি ইস্টবেঙ্গল বোর্ড।
ইমামির খুব বেশি টাকা লাল-হলুদের দল গঠনে দেওয়ার ক্ষমতা নেই। সেই জন্যই এই পথে যেতে বাধ্য হলেন ক্লাব কর্তারা।