29 January, 2024
BY- Aajtak Bangla
১২ বছর পর ভারতসেরা ইস্টবেঙ্গল। বাঁধভাঙা উচ্ছ্বাস বিমানবন্দরে। সপ্তাহের প্রথম দিন কার্যত লাল-হলুদ সমর্থকদের দখলেই চলে গেল কলকাতা বিমাবন্দর।
প্রিয় নায়কদের বরণ করে নিতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন সমর্থকরা। অবস্থা এমন হয় যে সৌভিক চক্রবর্তীদের বাইরে বের করাই যাচ্ছিল না।
আসরে নামতে হয় লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকারকে। পুলিশের দেওয়া হ্যান্ডমাইক নিয়ে ক্রাউড ম্যানেজমেন্টে খোদ কর্তা।
কোনওমতে সমর্থকদের পাশ কাটিয়ে বাসে ওঠেন ফুটবলাররা। বিমানবন্দর পেরলেও বারবার আটকে যেতে থাকে ইস্টবেঙ্গলের বাস।
সাড়ে তিনটের সময় কলকাতায় নামে ইস্টবেঙ্গল দল। শুধু বিমানবন্দর নয়, ক্লাবেও তখন তিল ধারনের জায়গা নেই। আবেগে ভাসছে লাল-হলুদ জনতা।
এর মধ্যেই, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি কর্তা আদিত্য আগারওয়াল ও মনিশ গোয়েঙ্কা জানিয়ে দেন, ইস্টবেঙ্গলের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক রাখতে চায় ইমামি।
সুপার কাপ জেতার পর, এই বার্তা দেন দুই কর্তা। তাঁরা বলেন, 'ইস্টবেঙ্গল যাতে তাদের পুরনো গৌরব ফিরে পায় সেদিকে নজর দেওয়াই আমাদের লক্ষ্য।'
কর্তাদের এই ঘোষণা আরও উৎসাহী করে তোলে লাল-হলুদ সমর্থকদের। ক্লাবে ফুটবলাররা আসার আগেই সমর্থকদের বের করে দেওয়ার চেষ্টা করেন ক্লাব কর্তারা।
তবে তাতেও লাভ হয়নি। আনন্দে মাতোয়ারা সমর্থকরা যেন কিছু শুনতেই চাইছিলেন না।