01 December 2023
BY- Aajtak Bangla
ডার্বির ইতিহাসে ওয়াকওভার একেবারে বিরল ঘটনা নয়। ১০২ বছর ধরে চলা কলকাতা ডার্বিতে আটবার এমন ঘটনা ঘটেছে। কারা এগিয়ে?
বৃহস্পতিবার ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দেওয়ায়, ইতিহাস নিয়ে ট্রোলিং শুরু হয়েছে।
মোহনবাগান বেশিবার ওয়াকওভার দিলেও শুরুটা হয়েছিল লাল-হলুদের হাত ধরেই, কলকাতা লিগে ১৯৩৯ সালে দল নামায়নি তারা।
১৯৫৪-র কলকাতা লিগের ডার্বিতেও দল নামায়নি ইস্টবেঙ্গল। ১৯৬৮ সালে ডার্বিতে ওয়াকওভারের হ্যাটট্রিক করে ফেলে লাল-হলুদ।
১৯৭২ সালে আইএফএ শিল্ড ফাইনালে বৃষ্টিতে খেলা বন্ধ হয়। পরে আরেকদিন ঠিক হলেও, রিপ্লে খেলতে চায়নি মোহনবাগান।
দল নামায়নি তারা। ফলে ইস্টবেঙ্গল ‘ওয়াকওভার’ পেয়ে শিল্ড জিতে নেয়। সেবারই প্রথম ওয়াকওভার দেয় সবুজ-মেরুন।
১৯৭৮ সালের কলকাতা লিগের ডার্বিতেও দল নামায়নি মোহনবাগান। ওয়াকওভার পায় লাল-হলুদ।
এরপর ১৯৮৫ সালের কলকাতা লিগে ফিরতি লেগে দল নামায়নি মোহনবাগান। ফের ওয়াকওভার পেয়ে যায় ইস্টবেঙ্গল।
২০১৬ সালের কলকাতা লিগে চতুর্থ বার ডার্বিতে দল নামায়নি মোহনবাগান। ফলে ‘ওয়াকওভার’ পায় লাল-হলুদ।
২০২৩ মরশুমের কলকাতা লিগের ডার্বিতে দল নামায়নি মোহনবাগান। IFA-র সঙ্গে সংঘাতের জেরে এই সিদ্ধান্ত ।