28 JULY, 2023
BY- Aajtak Bangla
ডার্বি মানেই আলাদা একটা উত্তেজনা। গোটা বাংলা ডার্বির দিন দুই ভাগে ভাগ হয়ে যায়।
১০০ বছরেরও বেশি সময় ধরে এই লড়াই চলছে। এই ম্যাচে নামার আগে থেকে বলা যায় না কারা জিতবে।
এই ম্যাচ ঘিরে উত্তেজনা এমন জায়গায় পৌঁছায় যে, ম্যাচ শেষ হওয়ার পরেও তার রেশ থেকে যায়।
পাড়ার আড্ডায়, অফিসে সমস্ত জায়গায় এই ম্যাচ নিয়ে সারা বছর ধরেই তর্ক বিতর্ক চলতে থাকে।
এখনও পর্যন্ত ৩৮৪টি ম্যাচ হয়েছে দুই দলের মধ্যে। সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে দুই দলই। যদিও শেষ কয়েকটি ডার্বিতে মোহনবাগানকে হারাতে পারেই ইস্টবেঙ্গল।
পরিসংখ্যানের হিসেবে যদিও এখনও কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল। তাঁরা ১৩২টি ডার্বি ম্যাচ জিতেছে। আর অন্যদিকে মোহনবাগান জিতেছে ১২৭টি ম্যাচ।
এই মরশুমে ১২ আগস্ট প্রথম ডার্বিতে খেলতে নামছে দুই দল। ডুরান্ড কাপের এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে।
টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে। এই মরশুমে আইএসএল-এ দুই লেগে মুখোমুখি হবে দুই দল।
কলকাতা লিগেও মুখোমুখি হতে পারে দুই দল। তবে তার জন্য পরের রাউন্ডে যেতে হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে