4 JULY, 2023

BY- Aajtak Bangla

এক্কেবারে বাঙালি, কলকাতায় মার্টিনেজের মেনুতে কী কী? 

কলকাতায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ামো মার্টিনেজ।

সোমবার বিকেল সাড়ে চারটের সময় কলকাতা বিবান বন্দরে এসে পৌঁছন লিওনেল মেসির সতীর্থ।

মার্টিনেজকে কলকাতায় বাঙালি খাবারেই স্বাগত জানানো হচ্ছে। 

তাঁর লাঞ্চে থাকবে আলু পোস্ত, চিতল মাছের মুইঠ্যা। থাকবে ইলিশ মাছের পাতুরি, থাকবে ডাব চিংড়িও।

ঝাল যাতে বেশি না লাগে সে জন্য লঙ্কার বিজও ফেলে দেওয়া হবে।

সর্ষেও কিছুটা কম দেওয়া হবে তাঁর রান্নায়। সঙ্গে তিল যোগ করা হবে।

থাকছে তরমুজ ও ফেটা সিডের স্যালাড, পোলাও, মাংসের টার্ট, লিচু ও কাঁচা লঙ্কার পায়েস, রসগোল্লা ও আমের সন্দেশ।

মোহনবাগান তাঁবুতে গ্যারি সোবার্স, পেলে ও মারাদোনার নামে গেট উদ্বোধন করবেন এমিলিয়ানো মার্টিনেজ।

মার্টিনেজের মেনু দেখে আপনিও চমকে গেলেন তো ?