29 October, 2023
BY- Aajtak Bangla
ভারতের কাছে হারের পর ইংল্যান্ড বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল। পাশাপাশি আরও বড়ও ক্ষতি হল জো রুটদের।
২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনও প্রশ্নের মুখে পড়ল।
আইসিসি আগেই জানিয়ে দিয়েছিল, বিশ্বকাপের প্রথম সাত দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে।
৬ ম্যাচে মাত্র ২ পেয়ে লিগ টেবিলের সবার শেষে রয়েছে ইংল্যান্ড। শেষ তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য।
পাকিস্তান প্রথম সাতে না থাকলেও আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ পাবে।
এখন লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে নেদারল্যান্ডও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।
এমন পরিস্থিতিতে গতবারের চ্যাম্পিয়নরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারে তা বড় ধাক্কা হবে ইংল্যান্ড ক্রিকেটের জন্য।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এমন ক্রিকেট দেখে হতাশ সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচ দেখতে এসে এমনটাই জানিয়ে গিয়েছেন তিনি।