14 May, 2023
শনিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়েন্টসের ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচ জেতে লখনউ
১৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন পুরান। ৪৫ বলে ৬৮ রান করেন প্রেমাক মানকদ
নো বল নিয়ে বিতর্কের সূত্রপাত। আম্পায়ার নো বল না দেওয়ায় শুরু হয় বিতর্ক।
সেই সময় ক্ষুব্ধ ভক্তরা লখনউ দলের ডাগআউট লক্ষ্য করে নাট বল্টু ছুড়ে মারে।
যদিও লখনউ-এর ফিল্ডিং কোচ জন্টি রোডস জানিয়েছেন, ডাগ আউটে এমন কিছুই হয়নি।
জন্টির অভিযোগ, তাঁর দলের খেলোয়াড় প্রেমাকের ওপর এই আক্রমণ করা হয়েছিল। যার জেরে তিনি মারাত্মক চোট পান
প্রেরক সেই সময়, লং অনে ফিল্ডিং করছিলেন। সেই সময় নাট ও বোল্টের আঘাত লাগে তাঁর মাথায়।
হায়দরাবাদের ইনিংসের ১৯তম ওভারে আভেশ খানের বলে আম্পায়ার নো বল না দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে।
DRS নেওয়ার পরেও নো বল দেননি থার্ড আম্পায়ার। যার জেরেই শুরু হয় বিতর্ক।