BY- Aajtak Bangla
1 MARCH, 2025
২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। আর ২৩ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস।
আর সেই প্রস্তুতিতে নেমে পড়ল সিএসকে। আর প্রথম দিনের অনুশীলন দেখলে একটা কথাই মাথায় আসবে। আর তা হল মাহি মার রাহা হ্যায়।
হ্যাঁ , সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুশীলনের প্রথম দিনের ছবি দেখলে এই কথাটাই মাথায় আসবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল-এ খেলছেন ধোনি। মনে করা হচ্ছে এটাই আইপিএল-এ শেষ বছর মাহির।
তবে ব্যাট হাতে দেখে তা বোঝার উপায় নেই। শুক্রবার থেকে ১০ দিনের প্রস্তুতি শিবির শুরু করেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
makhana
অনুশীলনে ইতিমধ্যেই যোগ দিয়েছেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ও অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
কোচ স্টিফেন ফ্লেমিং এখনও অবধি শিবিরে না এলেও স্পিন বোলিং কোচ শ্রীধরণ শ্রীরামের তত্ত্বাবধানেই অনুশীলন সারেন ক্রিকেটাররা।
আর সেখানেই ব্যাট হাতে তান্ডব চালালেন চেন্নাই থালা। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
চেন্নাই সুপার কিংস নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রাক মরসুম শিবিরের প্রথম দিনের ভিডিও শেয়ার করেছে।
আর সেখানে দেখা যাচ্ছে, নেটে প্রথমে দু’চারটি বল ডিফেন্ড করার পর, হাত খুলে মারতে শুরু করেন ধোনি।