BY- Aajtak Bangla
17 MARCH, 2025
ভারতীয় ভক্তদের অন্যতম সেরা ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ওটিটিতে কাজ করছেন। দাদা এখন নেটফ্লিক্সের নতুন সিরিজ 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর অংশ হয়ে উঠেছেন।
অনুষ্ঠানটির একটি নতুন প্রোমো প্রকাশিত হয়েছে, যেখানে সৌরভকে একজন পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে। পুলিশের পোশাক পরে শুটিং সেটে আসেন তিনি।
পরিচালক বলেন, সৌরভকে তার নায়ক বানাবেন। মহারাজকে চিৎকার করতে দেখা যায়। ক্রিকেটারের স্টাইলেই গুন্ডাকে মারধর করেন।
তবে এরপরেই সৌরভ বুঝতে পারেন যে এসব তাঁর ক্ষমতার বাইরে।
তবে হাল ছাড়েননি পরিচালক। সৌরভকে 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর মার্কেটিং টিমের অংশ করা হয়। সৌরভের এই ভিডিওটির নাম দেওয়া হয়েছে 'খাকি: দ্য দাদা চ্যাপ্টার'।
ভক্তরা এই প্রোমোটি দেখে আনন্দ পেয়েছেন। একজন ব্যবহারকারী ভিডিওটিতে মন্তব্য করেছেন, 'না (গ্রেগ) চ্যাপেল এই সিনেমাটি তৈরিতে আহত হননি, দোস্ত।'
আরেকজন লিখেছেন, 'স্ক্রিপ্ট রাইটারদের বেতন বাড়ান।' আরেকজন ব্যবহারকারী লিখেছেন, 'গ্রেগ চ্যাপেলের সঙ্গে দৃশ্যটি খুবই মজার ছিল।'
'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' ওয়েব সিরিজ ২০ মার্চ নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে। এটি তৈরি করেছেন পরিচালক নীরজ পান্ডে।