08 MARCH, 2025

BY- Aajtak Bangla

ভারতের জার্সির রং নীলই কেন? সাদা, গেরুয়া, সবুজও তো হতে পারত? 

বহু বছর ধরে ভারতের জার্সির রঙ নীল। শুধু ক্রিকেট নয়, ফুটবল, হকি প্রায় সমস্ত খেলার ক্ষেত্রেই জাতীয় দলের জার্সি নীল।

ভারতের জাতীয় পতাকায় সাদা, গেরুয়া, সবুজ রঙ থাকা সত্ত্বেও কেন নীল রঙ বেছে নেওয়া হয়েছে?

১৯৮০-র পর ভারতে ক্রিকেট বিপুল জনপ্রিয়তা পাওয়ার পরেই অন্যান্য খেলার জাতীয় দলগুলিও ক্রিকেট দলের মতো নীল জার্সি পরতে শুরু করে।

ভারতীয় দলের নীল রঙের জার্সির পিছনে সবথেকে গ্রহণযোগ্য যে কারণটা হল, ভারতের জাতীয় পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নীল রংকে বেছে নেওয়া হয়েছে।

সেক্ষেত্রেও অবশ্য জটিলতা তৈরি হয়েছিল। কারণ, জাতীয় পতাকার প্রধান দু'টি রং গেরুয়া এবং সবুজ।

কিন্তু গেরুয়া রং ব্যবহার করা যাবে না। যেহেতু একটি নির্দিষ্ট দলের জার্সির রং রয়েছে আর পাকিস্তানের জার্সির রং সবুজ।

একদিনের ক্রিকেট মানে রঙিন জার্সি বাধ্যতামূলক। তাছাড়া সাদা রংয়ের জার্সি সেই ভাবে আকর্ষণীয়ও নয়।

সেই জন্যেই অশোক চক্রের নীল রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় ক্রিকেট দলের জার্সির রং হিসেবে নীল রংকেই বেছে নেওয়া হয়।