25 JUNE, 2024
BY- Aajtak Bangla
চোটের 'নাটক' আফগান ক্রিকেটারের, চমকে গেলেন রশিদও, কেন?
২৫ জুন সুপার ৮ ম্যাচে বাংলাদেশকে ৮ রানে (ডিএলএস পদ্ধতি) হারিয়ে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান ক্রিকেট দল।
কিংসটাউনে এই ম্যাচে আফগানিস্তান দল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।
সেমিফাইনালে ২৭ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের।
বৃষ্টির কারণে বাধা পড়েছে বারাবার। আর তার মধ্যেই আফগান ক্রিকেটার গুলবাদিন নাইব এমন করলেন যা দেখে আফগান অধিনায়ক রশিদ খান নিজেও অবাক।
রশিদ খান যখন ম্যাচের ১২তম ওভারটি বলছিলেন, তখন বৃষ্টি নামছিল। এরপর হঠাৎ পড়ে যান গুলবাদিন।
এই ওভারের চতুর্থ বলে গুলবাদিন নাইব পড়ে যান এবং এই সময়ে ডিএলএস পদ্ধতিতে আফগান দল বাংলাদেশের চেয়ে ২ রানে এগিয়ে ছিল।
মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা আফগানিস্তান কোচ জোনাথন ট্রট ম্যাচ দেরি করার ইঙ্গিত দিয়েছিলেন, এর পরেই গুলবাদিন নাইব পড়ে যান।
বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলে আফগানিস্তান দল ২ রানে জিতত।
Related Stories
এই পরিচালকের সঙ্গে ডেট টিম ইন্ডিয়ার তারকার, নিজেই জানালেন সম্পর্কের কথা
সৌরভের বাড়িতে ডিনার সারার, কী কী খেলেন?
অবসর ঘোষণার পোস্টে ২৬৯ নম্বরের উল্লেখ কোহলির, কী রহস্য লুকিয়ে?
ডানদিকে ঝাঁপিয়ে IPL-এর সেরা ক্যাচ বাটলারের, দেখুন VIRAL VIDEO