15 JuLy, 2024

BY- Aajtak Bangla

খেপ খেলে ২০০ টাকা পেতেন, আজ ইনিই দামি মার্সিডিজে ঘোরেন

BY- Aajtak Bangla

টিম ইন্ডিয়ার অন্য়তম তারকা হার্দিক পান্ডিয়া। খেলার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা চর্চা হয়। 

বিলাসবহুল জীবনযাত্রার জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হার্দিক। কোটি টাকার ঘড়ি, স্পোর্টস কার, গয়না সব মিলিয়ে বেশ ল্যাভিশ লাইফস্টাইল হার্দিকের। 

কিন্তু তাঁর এই জায়গায় আসার লড়াইটা মোটেও সহজ ছিল না। দারিদ্র, হতাশার মধ্যে দিয়ে পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছেন হার্দিক। 

হার্দিক এবং ক্রুনালের বাবা হিমাংশু পান্ড্য ক্রিকেট ভালবাসতেন। দুই ছেলেকে ক্রিকেটার বানাতে ব্যবসা বন্ধ করে ভাদোদরায় চলে যান।

তখন হার্দিকের বয়স ৫, ক্রুনালের ৭ বছর। দু'জনকে ভাদোদরার 'কিরণ মোর ক্রিকেট অ্যাকাদেমি'-তে ভর্তি করে দেন। 

খেলার কারণে হার্দিক পড়াশোনায় সেভাবে মনযোগ দিতে পারতেন না। ক্লাস নাইনে ফেলও করেছিলেন। পুরো সময়টাই দিতেন খেলার পিছনে। 

হার্দিক এক ইন্টারভিউতে জানান, সেই সময় তাঁদের অবস্থা স্বচ্ছল ছিল না। খিদের চোটে ম্যাগি খেয়েও কাটিয়েছেন বহু দিন। অনেক সময় অন্যের ক্রিকেট কিট ধার নিয়ে ম্যাচ খেলতে যেতেন।

হাতখরচের জন্য আশেপাশের শহর, গ্রামে দুই ভাই খেপ খেলতে যেতেন। তাতে মাঝে মাঝে ২০০-৫০০ টাকা পেতেন। 

২০১০ সালে হার্দিক-ক্রুনালের বাবার হার্ট অ্যাটাক হয়। চাকরি চলে যায়। তখন আরও খারাপ অবস্থা ছিল তাঁদের। 

কিন্তু ক্রিকেট ছাড়েননি দুই ভাই। দুর্দান্ত খেলার জন্য ধীরে ধীরে তাঁদের নাম ছড়াতে থাকে। টিভিতেও বিস্ময় বালক হিসাবে তাঁদের খবরে দেখানো হত। 

এভাবেই টিম সিলেক্টরদের নজরে পড়ে যান তাঁরা। এর জেরেই সুযোগ হয় প্রফেশনাল ক্রিকেটে খেলার। আর আজ IPL-এ একটি সিজন খেলেই দু'জনে কোটি টাকা আয় করেন। 

IPL 2024-এ হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন। তাঁর পারিশ্রমিক ছিল ১৫ কোটি টাকা। 

ভাই ক্রুনাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেন। পান ৮.২৫ কোটি টাকা।

হার্দিকের গাড়ির শখ খুব। তাঁর কালেকশনে ল্যাম্বরগিনি, রেঞ্জ রোভার ভোগ, মার্সিজিজ জি৬৩ এএমজির মতো কোটি কোটি টাকার গাড়ি রয়েছে। 

রয়েছে রোলেক্স, পাটেক ফিলিপের মতো ঘড়িও। তাঁর পাটেক ফিলিপ নটিলাস ঘড়ির দামই ১.৫০ কোটি টাকারও বেশি। 

লড়াইয়ের মাধ্যমে হার্দিক-ক্রুনাল প্রমাণ করেছেন, কোনও একটি বিষয়ে ট্যালেন্ট থাকলে এবং তাতে নাছোড় পরিশ্রম করলে একদিন না একদিন সাফল্য আসতে বাধ্য।