1 FEBRUARY, 2025
BY- Aajtak Bangla
দীর্ঘদিন পর, রঞ্জি খেলতে নেমে ব্যর্থ বিরাট কোহলি। রেলওয়েজের হিমাংশু সাঙ্গওয়ানের বলে অফস্ট্যাম্প ছিটকে যায় কিং কোহলির।
মাত্র ৬ রানে আউট হওয়ায়, সকল দর্শককেই হতাশ হতে হয়। কোহলির উইকেট নিয়ে, উচ্ছ্বাসে ভেসে যান হিমাংশু।
১২ বছর পর রঞ্জি খেলতে নেমে ব্যর্থ হলেও, প্রশ্ন হল এই ম্যাচ খেলে কত টাকা পাবেন বিরাট?
বোর্ডের চোখ রাঙানির জেরে রঞ্জিতে মাঠে নেমেছেন বিরাট।
আর সেখানে এসেও হারানো ছন্দ ফিরে পাননি। তবে টাকা পাবেন কোহলি।
৪০র বেশি ফার্স্ট ক্লাস খেলা ক্রিকেটাররা রঞ্জি ম্যাচে প্রতিদিন ৬০ হাজার টাকা করে পান, বিরাটও তাই পাবেন।
২১-৪০ টি প্রথণ শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা ৫০ হাজার টাকা প্রতিদিন রঞ্জি ম্যাচের সময় পান।
২০টির কম ফার্স্ট ক্লাস খেলা ক্রিকেটাররা পান রঞ্জির ম্যাচে প্রতিদিন ৪০ হাজার টাকা করে।