17 Feb, 2025

BY- Aajtak Bangla

ফ্রিতে দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত-পাকিস্তান মহারণও একদম বিনামূল্যে

কবে, কোথায়, কীভাবে দেখবেন? জেনে নিন সব কিছু

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উত্তেজনা তুঙ্গে! ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড, করাচির মাটিতে।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর— এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ একদম বিনামূল্যে দেখা যাবে! সম্প্রচারকারী চ্যানেল স্টার নেটওয়ার্ক নিজেই এই ঘোষণা করেছে।

ভারতের গ্রুপ-পর্বের ম্যাচ তালিকা আগে জেনে রাখুন

২০ ফেব্রুয়ারি – ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে

২৩ ফেব্রুয়ারি – ক্রিকেট মহারণ! ভারত বনাম পাকিস্তান (দুবাই)

২ মার্চ – ভারতের শেষ গ্রুপ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে

এই তিনটি ম্যাচসহ ভারতের সব খেলা অনুষ্ঠিত হবে দুবাইতে

কোথায় দেখা যাবে? টিভিতে – স্টার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ১৮-এ লাইভ সম্প্রচার মোবাইলে – জিওর হটস্টার অ্যাপে বিনামূল্যে দেখা যাবে সব ম্যাচ

ম্যাচ শুরু: প্রতিদিন দুপুর ২:৩০-এ (ভারতীয় সময়)

৫০ ওভারের এই ফরম্যাটে কারা চ্যাম্পিয়ন হবে, সেটাই দেখার! ভারত কি পারবে ২০১৩ সালের পর আবার এই ট্রফি জিততে? উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে!