BY- Aajtak Bangla

ক্যাপ্টেন বিরাটকে আপনি সরিয়েছিলেন? জবাব দিলেন সৌরভ

5 December, 2023

বিরাট কোহলির ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পরে নানা বিতর্ক তৈরি হয়েছিল।

২০২১ সালের T20 বিশ্বকাপে হারের পরে T20 অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। 

পরে ODI টিমের অধিনায়কত্ব থেকেও বিরাটকে সরিয়ে দেওয়া হয়।

২০২২ সালে টেস্ট টিমের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। বিরাটের অধিনায়কত্ব চলে যাওয়ার পরে 

অনেকেই কাঠগড়ায় দাঁড় করান তত্‍কালীন BCCI ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

Dadagiri Unlimited Season 10-এ সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন সৌরভ। বললেন, 'আমি বিরাটকে অধিনায়কত্ব থেকে সরাইনি।'

সৌরভের কথায়, 'আমি আগেও একাধিকবার বলেছি। ভারতের টি২০ দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে ছিল না বিরাটেরই।'

সৌরভ বললেন, 'আমি বিরাটকে বলেছিলাম, তোমার যদি ইচ্ছে না থাকে,

তাহলে সবচেয়ে ভাল হবে, তুমি সাদা বলের ক্রিকেটের সব ফর্ম্যাটের অধিনায়কত্বই ছেড়ে দাও।'

রোহিতের বিষয়ে সৌরভ বললেন, 'আমি রোহিত শর্মাকে বলেছিলাম অধিনায়ক হতে।

কে নেতৃত্ব দিল সেটা গুরুত্বপূর্ণ নয়, মাঠে কেমন পারফর্ম করছো, সেটাই বড় কথা।'