11 January 2024

BY- Aajtak Bangla

বেঁচেছিলেন দুষ্কৃতিদের গুলির থেকে, সেই স্প্যানিশ প্লেয়ার এবার ইস্টবেঙ্গলে

কলম্বিয়ার লিগে খেলতেন। আর সেই সময়ই তাঁর উপর হামলা চালিয়েছিল দুষ্কৃতিরা।

ইস্টবেঙ্গলের প্রস্তাব পেয়ে তাই কলকাতায় চলে আসার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ইয়াগো ফালকে।

গত বছরের আগস্টে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল কয়েকজন দুষ্কৃতি। তবে ভাগ্য ভাল থাকায় বেঁচে যান স্প্যানিশ উইঙ্গার। 

টোটেনহ্যাম, রোমায় খেলা এই বিদেশি ফুটবলার কলম্বিয়া নিয়ে এখনও আতঙ্কিত। লাল-হলুদের প্রস্তাব পেয়ে সম্মতি জানিয়ে দেন।

কলম্বিয়ার বিভিন্ন ক্লাবের প্রস্তাব থাকলেও সরাসরি  'না' বলে দেন এই উইঙ্গার। 

সুপার কাপে খেলতে না পারলেও ভিসা সমস্যা মিটিয়ে টুর্নামেন্টের মাঝেই হয়ত চলে আসবেন ফালকে। 

ছয় বিদেশির রেজিস্ট্রেশন হয়ে যাওয়ায় তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। তবে দলের সঙ্গে অনুশিলন করতে পারবেন।

সেক্ষেত্রে আইএসএল-এর দ্বিতীয় পর্বে দেখা যেতে পারে জুভেন্তাস, টোটেনহ্যামে খেলা ফুটবলার।

৩৪ বছর বয়সী এই ফুটবলার সেট পিস থেকেও গোল করতে পারেন। যা দেখে উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা।