ঘুমিয়ে পড়েছিলেন... ভারতের বিরুদ্ধে T20 বিশ্বকাপে খেলা হয়নি এই খেলোয়াড়ের
T20 বিশ্বকাপ 2024-এর সুপার ৮-এর ম্যাচে ২৪ জুন ভারত ও বাংলাদেশের ম্যাচ ছিল।
ভারতীয় ক্রিকেট দল এই গুরুত্বপূর্ণ ম্যাচে ৫০ রানে জিতেছিল। এই ম্যাচে দলে ছিলেন না বাংলাদেশের খেলোয়াড় তাসকিন আহমেদ। তিনি আবার দলের সহ-অধিনায়কও।
কিন্তু তাসকিন আহমেদের না খেলার যে কারণ সামনে এসেছে তা হাস্যকর। ক্রিকবাজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে তাসকিন অনেকক্ষণ ঘুমিয়েছিলেন এবং ফোনও ধরেননি।
টিম হোটেলে দীর্ঘক্ষণ ঘুমিয়ে ছিলেন তাসকিন আহমেদ, যার কারণে দলে রাখা হয়নি তাঁকে।
আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দেরিতে আসার জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন তাসকিন আহমেদ।
এবার পুরো বিষয়টি নিয়ে তাসকিন আহমেদের প্রতিক্রিয়াও দিয়েছেন। ঢাকার সংবাদপত্র আজকের পত্রিকাকে তিনি বলেন, 'একটু দেরিতে পৌঁছালেও, টসের আগেই মাঠে পৌঁছেছি।'
তাসকিন আরও বলেন,'টসের প্রায় ৩০-৪০ মিনিট আগে মাঠে পৌঁছেছিলাম, আমি টিম বাস মিস করি। সকাল ৮.৩৫-এ বাস হোটেল ছেড়েছে, আমি ৮.৪৩ এ মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি।'
বাংলাদেশি বোলার বলেন- 'এমন নয় যে, আমি দেরিতে এসেছি বলে আমাকে দলে রাখা হয়নি।'
ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনের পরিবর্তে জাকির আলীকে দলে নেয় বাংলাদেশ, আর বোলিং শুরু করেন মাহেদী হাসান ও সাকিব আল হাসান।