6 JULY, 2024
BY- Aajtak Bangla
রোহিতকে দেখে আবেগাপ্লুত মা, ছেলেকে চুমু, VIRAL
২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে। এই ফর্ম্যাটে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
কেনসিংটন ওভালে ভারত ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।
এই জয়ের পর, ভারতীয় দল ৪ জুলাই বার্বাডোস থেকে ফিরে আসে, তারপরে টিম ইন্ডিয়াকে দিল্লিতে স্বাগত জানানো হয় দারুণ ভাবে।
এরপর টিম ইন্ডিয়া দিল্লি থেকে মুম্বই পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রোহিত শর্মার মা পূর্ণিমা শর্মা এবং বাবা গুরুনাথ শর্মাও রোহিতের সঙ্গে দেখা করতে আসেন।
রোহিতকে দেখে তাঁর মা পূর্ণিমা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আদরের ছেলেকে চুমু দেন।
মায়ের আদরে আবেগাপ্লুত হয়ে পড়েন হিটম্যান রোহিত শর্মাও, ছেলের দিকে তাকিয়ে থাকেন তাঁর বাবাও।
২০০৭ সালে প্রথমবার যখন ভারত টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়, তখন রোহিত শর্মাও টিম ইন্ডিয়াতে ছিলেন।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ২৫৭ রান করেছেন রোহিত শর্মা। বিশ্বকাপ ফাইনালের পর এই টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি।
Related Stories
এই পরিচালকের সঙ্গে ডেট টিম ইন্ডিয়ার তারকার, নিজেই জানালেন সম্পর্কের কথা
বিরাটের কত টাকা? শূন্য গুণে শেষ করুন দেখি
৩৫ বলে দুরন্ত সেঞ্চুরি, এক ধাক্কায় ৫ রেকর্ড ১৪ বছরের তরুণের
আইপিএলের নতুন রেকর্ড রাজা বিরাট কোহলি, টপকে গেলেন ওয়ার্নারকে!