29 JUNE, 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। সূচি ঘোষণা হওয়ার পর থেকেই টিকিট নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে।
খেলার টিকিট পাওয়ার আগেই দাম বেড়ে গিয়েছে বিভিন্ন হোটেলের। বিশেষ করে আহমেদাবাদে ভারত-পাক ম্যাচ ঘিরে উন্মাদনা স্বাভাবিক ভাবেই অন্য মাত্রা পেয়েছে।
আহমেদাবাদে ১৫ অক্টোবর বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে নামবেন বাবর আজমরা। সেই ম্যাচের টিকিট কীভাবে কাটবেন তা নিয়ে সকলেই চিন্তিত।
আর এই খবর সামনে আসায় উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা, যারা অপেক্ষায় রয়েছেন টিকিট পেতে।
তবে এখনও টিকিট বিক্রি শুরু হয়নি। শোনা যাচ্ছে, জুলাই মাসের প্রথম সপ্তাহে পাওয়া যাবে টিকিট।
আধুনিক বিশ্বে সাধারণ মানুষের মধ্যে টিকিটের বন্টন সুষ্ঠুভাবে করতে, আইসিসি পুরো টিকিটিং সিস্টেমকে ডিজিটালে আনতে চাইছে।
যার অর্থ সমর্থকরা অনলাইনে টিকিট কিনতে পারবেন, যার ফলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থাকবে না।
এই বিশ্বকাপে সকলের নজর থাকবে ভারতের দিকে। তাই, বিসিসিআই-এর কাছে, এটা বিরাট বড় চ্যালেঞ্জ হতে পারে।
৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। ফাইনাল ম্যাচ ১৯ নভেম্বর। সেই ম্যাচও হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।