28 October, 2023

BY- Aajtak Bangla

অজি ব্যাটসম্যানদের তান্ডব... দুই বলে ২১ রান 

অজি ব্যাটসম্যানদের তান্ডব... দুই বলে ২১ রান 

অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। ধর্মশালায় এই ম্যাচে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্র্যাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার তাণ্ডব চালান।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে হেড ৬৭ বলে ১০৯ রান করেন। যার মধ্যে সাতটি ছক্কা এবং ১০টি চার ছিল।

অন্যদিকে ডেভিড ওয়ার্নার ৬৫ বলে ৮১ রান করেন। ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা। ওয়ার্নার-হেড প্রথম উইকেটে ১৭৫ রান করেন।

অস্ট্রেলিয়ার ইনিংসে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। দুই বলে মোট ২১ রান হয়। ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম ইনিংসের তৃতীয় ওভারে।

ওই ওভারে ম্যাট হেনরির প্রথম বলেই ছক্কা মারেন ওয়ার্নার। এর পর হেনরি নো-বল করেন। হেড ফ্রি-হিট বলে ছক্কা মারেন।

যদিও সেই সময়ে হেনরি ওভারস্টেপ করেছিলেন । এরপর হেনরির করা পরের ফ্রি-হিট বলে হেডও ছক্কা মারেন। মানে দুই আইনি বলে মোট ২১ রান।

অস্ট্রেলিয়া দল ৪৯.২ ওভারে ৩৮৮ রান করে। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন প্লেন ফিলিপস ও ট্রেন্ট বোল্ট।

দারুণ লড়াই করলেও জিততে পারেনি নিউজিল্যান্ড। ৫ রানে হেরে যায় কিউয়িরা।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া।