20 October, 2023
BY- Aajtak Bangla
পাকিস্তানের পেসারদের দম্ভ উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ।
শুক্রবার বেঙ্গালুরুতে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেস বোলার হ্যারিস। প্রথম ওভার বল করতে এসেই ২৪ রান খেলেন তিনি।
একদিনের ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তান পেসারদের মধ্যে এক ওভারে সবথেকে বেশি রান দেওয়ার দৌড়ে তৃতীয় স্থানে রাউফ।
আবদুল রাজ্জাক এবং শোয়েব আখতার ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়েছিলেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাজ্জাক এক ওভারে ৩০ রান দেন। ওই ম্যাচেই শোয়েব ২৮ রান খরচ করেন।
রাউফ যখন ওভারটা শুরু করেন, তখন তাঁর উলটোদিকে ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার।
স্ট্রাইক পেয়ে ওয়ার্নার এই ম্যাচে রাউফকে রেয়াত করেননি। প্রথম বলে বাউন্ডারি হাঁকান।
ফাইন লেগের উপর দিয়ে স্কুপ করে ৯৮ মিটারের একটা লম্বা ছক্কা হাঁকান। বলটা সোজা স্টেডিয়ামে ছাদে পড়ে।
এরপর ওয়ার্নার তৃতীয় বলে একটা সিঙ্গল নিয়ে রাউকে কিছুটা হলেও স্বস্তি দিলেও, মিচেল মার্শও বেধড়ক মারেন।