6 November 2023
BY- Aajtak Bangla
শাকিব আল হাসানকে বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটারদের মধ্যে গণ্য করা হয়।
ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স সাকিবকে করেছে বাংলাদেশ দলের সবচেয়ে ধনী ক্রিকেটার।
শাকিব আল হাসানের মোট সম্পদের পরিমাণ ৪৫ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা ৩৭৫ কোটি টাকা।
তিনি BCB-র চুক্তি তালিকার 'A+' ক্যাটাগরিতে থাকা একজন খেলোয়াড়। তিনি ক্রিকেট বোর্ড থেকে বার্ষিক বেতন প্রায় ৪৮ লক্ষ টাকা।
বার্ষিক বেতনের পাশাপাশি তিনি টেস্টের জন্য ৩ লাখ টাকা ম্যাচ ফি ওয়ানডেতে ২ লাখ টাকা এবং টি- টোয়েন্টির জন্য ১ লাখ টাকা করে পান।
খেলার স্পিরিট লঙ্ঘন করে শিরোনামে বাংলাদেশ ক্যাপ্টেন। সোমবার তিনি যা করলেন তা ক্রিকেট ইতিহাসে আগে কখনও হয়নি।
ক্রিজে আসার সময় সঠিক হেলমেট নিয়ে আসতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। ক্রিজে এসে সতীর্থদের আরেকটি হেলমেট আনতে বলেন।
আম্পায়ারের কাছে 'টাইম আউট'-এর আবেদন করেন শাকিব। ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবার এমন হয়েছে।
টাইমড আউটের পর শাকিব আল হাসানকেও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রোল করা হচ্ছে।