15 October, 2023

BY- Aajtak Bangla

 নায়ক হয়েও শাস্তির মুখে পড়তে পারেন KKR-এর গুরবাজ, কেন? 

 নায়ক হয়েও শাস্তির মুখে পড়তে পারেন KKR-এর গুরবাজ, কেন? 

ইংল্যান্ডের বিরুদ্ধে দিল্লিতে এবারের বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে আফগানিস্তান। তাও আবার ৬৯ রানে। আর সেই ম্যাচেই দেখা যায় এমন দৃশ্য।

৫৭ বলে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন গুরবাজ। তাঁর ইনিংসে ছিল আটটা চার ও চারটে ছক্কা। 

ডেভিড উইলির থ্রোতে রান আউট হতে হয় তাঁকে। এরপরেই ভেঙে পড়েন গুরবাজ। ফিরে আসার সময় মাটিতে জোরে ব্যাট দিয়ে মারেন গুরবাজ।

ডাগ আউটেও ব্যাটের বাড়ি মারেন তিনি। ক্ষোভে ফুঁসছিলেন গুরবাজ। তবে এই কাজের জন্য তাঁর জরিমানাও হতে পারে। 

আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৮৪ রান করে। সবচেয়ে বেশি রান গুরবাজের।

জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ২১৫ রানে শেষ হয় তাদের ইনিংস।

দুই ম্যাচ হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলল ইংল্যান্ড। এখনও অবধি তিনটি দল একটাও ম্যাচ হারেনি। 

সেই তালিকায় রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই তিন দলের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে।

তিন দলই তিনটি করে ম্যাচ জিতেছে। ফলে লড়াই এখন মূলত চতুর্থ জায়গা নিয়ে।