17 November 2023

BY- Aajtak Bangla

২০০৩-এর সঙ্গে আশ্চর্য মিল! বিশ্বকাপ এবার ভারতেরই?  

বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ শেষের পথে। ১৯ তারিখ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া।

২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতকে কার্যত হেলায় হারিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া।

স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতের।

বছর ২০ পর এবার বদলার ম্যাচ। ভারতের কাছে বদলার সুযোগ। বিশ্বকাপে এখনও অপ্রতিরোধ্য ভারত। 

ভারত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে। একনজরে দেখে নেওয়া যাক ২০০৩ ও ২০২৩-এর বিশ্বকাপে দুই দলের কোথায় মিল ও কোথায় অমিল।

২০০৩ সালে ভারত লাগাতার ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। এবারের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ভারত।

২০০৩ সালে গ্রুপ স্টেজের ম্যাচে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে গ্রুপ স্টেজের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত।

২০০৩ সালে টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। ২০২৩ সালের বিশ্বকাপে টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।

২০০৩ সালে বিশ্বকাপ ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়া। এবারে কি ভারতের পালা?অপেক্ষা ১৯ নভেম্বরের।