27 October, 2023
BY- Aajtak Bangla
চেন্নাইয়ে আগে ব্যাট করে ২৭০ রান তোলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা রান তাড়া করার সময় প্রথম ওভারের দ্বিতীয় বলেই এই ঘটনা ঘটে।
ইফতিকার আহমেদের বল ঠেলে দিয়ে রান নিতে ছুটেছিলেন টেম্বা বাভুমা। মিড অন থেকে ছুটে আসেন শাদাব।
বল কুড়িয়ে বোলারের প্রান্তের দিকে ছোড়েন। কিন্তু শরীরের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেননি। মাটিতে আছাড় খান।
মাথা সজোরে মাঠের সঙ্গে ঠুকে যায়। ঘটনার পর শাদাব উঠতেই পারছিলেন না। মাঠের মধ্যেই বেশ কয়েক মিনিট তাঁর চিকিৎসা চলে।
এর পর সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। স্ট্রেচারও আনা হয়েছিল। কিন্তু শাদাব তাতে উঠতে রাজি হননি।
কিছু ক্ষণ পরে আবার ফিল্ডিং করতে নামেন তিনি। তখনও বল করেননি। তবে বুঝতে পারেন এ ভাবে খেলতে পারবেন না।
তাঁকে বেশ অস্বস্তিতেই লাগছিল। ১৫তম ওভারে শাদাবের জায়গায় কনকাশন পরিবর্ত হিসাবে মাঠে নামেন মির।
কনকাশন সাবের ক্ষেত্রে আইসিসি-র নিয়ম অনুযায়ী যে ক্রিকেটারের পরিবর্ত নামানো হচ্ছে, নতুন ক্রিকেটারকেও একই রকম হতে হয়।