29 October, 2023

BY- Aajtak Bangla

ইংল্যান্ডের বিরুদ্ধে ০ রানে আউট হয়েও রেকর্ড বিরাটের

ইংল্যান্ডের বিরুদ্ধে ০ রানে আউট হয়েও রেকর্ড বিরাটের

সচিন তেন্ডুলকরের রেকর্ডের থেকে মাত্র এক ধাপ দূরে বিরাট কোহলি। সেই অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে ০ রানেই আউট হলেন বিরাট।

এটাই বিশ্বকাপের ইতিহাসে কিং কোহলির প্রথম ডাক। ৯ বল খেললেও রান করতে পারেননি বিরাট।

ভারতীয় দল এই বিশ্বকাপে এখনও অপরাজিত। বাংলাদেশের বিরুদ্ধে ১০৩ রান খেলেছিলেন বিরাট।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রানের ইনিংস খেলেন। ৫ রানের জন্য কিউয়িদের বিরুদ্ধে ODI কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরি হাতছাড়া করেন।

এদিন সপ্তম ওভারে ডেভিড উইলির পঞ্চম বলে স্টেপ আউট করে মেরেছিলেন বিরাট।

কিন্তু মিড অফে কোহলির ক্যাচ তালুবন্দি করেন বেন স্টোকস। ODI ও টি-টোয়েন্টি দুই ফর্ম্যাটের বিশ্বকাপেই প্রথম বার শূন্য আউট হলেন বিরাট।

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস যে মুহূর্তে বিরাট কোহলির ক্যাচ তালুবন্দি করেন, সেই সময় উচ্ছ্বাসে মেতে ওঠেন ডেভিড উইলি।

তিনি যখন ফেরেন তখন স্কোর ২ উইকেটে ২৭। এরপর যদিও রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও কেএল রাহুল ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান।

ভারতের ইনিংস শেষ হয়, ২০৯ রানে। সাত উইকেট হারিয়ে এই রান তোলে ভারতীয় দল।