04 September, 2023
BY- Aajtak Bangla
রাত পোহালেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ। দশ দলের এই টুর্নামেন্টে শেষ হাসি কারা হাসবে?
আধুনিক ক্রিকেটে দলের জেতার পেছনে বড় ভূমিকা নিতে দেখা যায়, দলের অলরাউন্ডারদের।
এবারের বিশ্বকাপেও নজর কাড়তে পারেন অলরাউন্ডাররা। দেখে নেওয়া যাক, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৫ সেরা অলরাউন্ডার কারা?
হার্দিক পান্ডিয়া ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া দারুণভাবে ফিরে এসেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা হতে পারেন পান্ডিয়া।
মিশেল মার্শ ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামা মার্শ অজি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ওপেন করার পাশাপাশি বল হাতেও দারুণ পারফর্ম করেন মার্শ।
সাকিব আল হাসান ২০০৭ সালে বিশ্বকাপে প্রথমবার সাকিব আল হাসান বাংলাদেশ দলে সুযোগ পেয়েছিলেন। সেই সময় থেকে এত বছর বাংলাদেশ দলের ভরসা হয়ে উঠেছেন।
রশিদ খান আফগানিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন রশিদ খান ক্রিকেট বিশ্বের অন্যরম সেরা তারকা। বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতেও দারুণ পারফর্ম করেন তিনি।
ক্রিস ওকস ২০১৯ বিশ্বকাপে ক্রিস ওকস দারুণ ছন্দে ছিলেন। ১৬টি উইকেট নেওয়ার পাশাপাশি মোট ১৩৪ রান করেন তিনি।