25 October, 2023

BY- Aajtak Bangla

দিল্লিতে ম্যাক্সওয়েলের তান্ডব, ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড

দিল্লিতে ম্যাক্সওয়েলের তান্ডব, ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ড

নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেললেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

এর আগে ৯৩ বলে  ১০৪ রানের ইনিংস খেলে অজিদের রানের গতি অনেকটাই বাড়িয়ে দেন ডেভিড ওয়ার্নার।

সেই ভিতের উপর দাড়িয়েই লম্বা শট খেলে দ্রুত দলের ইনিংস দারুণ জায়গায় নিয়ে যান ম্যাক্সওয়েল। 

মাত্র ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলে আউট হন ম্যাক্সওয়েল।  তবে তার আগেই মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন অজি তারকা।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁর ইনিংসে ছিল ৯টা চার ও আটটা চার। ডাচদের সামনে অস্ট্রেলিয়া ৪০০ রানের বড় টার্গেট দেয়।

এবারের বিশ্বকাপে খুব ভালো ছন্দে নেই অস্ট্রেলিয়া। ফলে শুধু ম্যাচ জিতলেই হবে না। বড় ব্যবধানে ম্যাচ জিততে হবে।

তা না হলে পয়েন্ট পেলেও নেট রানরেটের হিসেবে পিছিয়ে পড়তে হবে অস্ট্রেলিয়াকে। 

সেদিক থেকে ম্যাক্সওয়েলের ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। এর আগে কোনও ব্যাটার মাত্র ৪০ বলে বিশ্বকাপে সেঞ্চুরি করতে পারেননি।

এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার এডেন মার্করামের।   শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন ম্যাক্সি।