24 October, 2023

BY- Aajtak Bangla

ভারতের কাছে ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধেও নেই এই তারকা

ভারতের কাছে ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধেও নেই এই তারকা

২৯ অক্টোবর লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা ম্যাচে হার্দিক পান্ডিয়াও বাইরে থাকতে পারেন।

পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি এই অলরাউন্ডার।

ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। এর পর খবর আসে যে লখনউতে খেলতে পারেন তিনি।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হার্দিক পান্ডিয়ার চোট গুরুতর না হলেও, তাঁর চোট নিয়ে তাড়াহুড়ো করতে চায় না টিম ম্যানেজমেন্ট।

বিসিসিআইয়ের একটি সূত্র একটি ওয়েবসাইটকে জানিয়েছে, তিনি পরের ম্যাচের বাইরে থাকতে পারেন। যদিও তাঁর চোট গুরুতর নয়।

রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে এখন হার্দিক পান্ডিয়াকে ১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে দেখা যাবে।

টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে একই প্লেয়িং 11 নিয়ে মাঠে নামতে পারে যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল।

পান্ডিয়া না থাকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে পরিবর্তন আনা হয়েছিল। দলে আসেন মহম্মদ শামি ও সূর্যকুমার।

 ফ্লপ শার্দুল ঠাকুর। কিউয়িদের বিপক্ষে ম্যাচে বসানো হয়েছিল তাঁকে। বিশ্বকাপে মাত্র ২ উইকেট নিয়েছেন তিনি। 

তাঁর জায়গায় দলে যোগ দেন মহম্মদ শামি। দুর্দান্ত বল করে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।