19 October, 2023

BY- Aajtak Bangla

চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক, এখন কী অবস্থা?

চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক, এখন কী অবস্থা?

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হল হার্দিক পান্ডিয়াকে। 

শুধু তাই নয়, মাঠ থেকে নিয়ে যেতে হল স্ক্যান করাতে। ম্যাচ চলাকালীনই তাঁকে নিয়ে যাওয়া হয়। 

আর ফিল্ডিং করতে আসবেন না হার্দিক। তবে এই অলরাউন্ডারকে কি দ্বিতীয় ইনিংসে পাবে টিম ইন্ডিয়া? 

সূত্রের খবর, যে ধরনের চোট হার্দিকের হয়েছে তাতে এই ম্যাচে বোলিং এমনকি ফিল্ডিং করতে পারবেন না তারকা অলরাউন্ডার।

তবে ব্যাট করতে নামতে পারেন। ভারতীয় দলের ৫ উইকেট পড়ার পরেই নামতে হবে হার্দিককে।

বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে।

মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়নি। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। 

যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে। 

ভারতীয় দলের কাছে আরও এক ধাক্কা এল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে। কত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ফিরতে পারেন সেটাই দেখার।