19 October, 2023
BY- Aajtak Bangla
ভারত বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে। ৫১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতে দারুণ জায়গায় চলে গিয়েছে টিম ইন্ডিয়া। বিরাটের সেঞ্চুরির উপর ভর করে জয় পায় টিম ইন্ডিয়া।
রোহিত শর্মা (৪০ বলে ৪৮ রান) এবং শুভমান গিল (৫৫ বলে ৫৩ রান) এর পর কিং কোহলি ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন।
কোহলি ও কেএল রাহুল ভারতকে জয়ের রাস্তা দেখান। যার ফলে ভারত ৪১.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জিতে যায়।
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ২৫৬ রান করে। লিটন দাস ৬৬ ও মাহমুদউল্লাহ ৪৬ রান করেন।
ম্যাচ চলাকালীন, বিরাট কোহলি ৯৭ রানে অপরাজিত ছিলেন। তখন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ বল লেগ সাইডের দিকে বল করেন।
কিন্তু আম্পায়ার রিচার্ড কেটলবরো ওয়াইড দেননি। সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। অনেকেই মনে করেন যে এটা ওয়াইড ছিল।
এর পরই বিরাট কোহলি নাসুমের আরেকটি বল খেলে জয়সূচক ছক্কা মেরে সেঞ্চুরি করেন।
কিছু ভক্ত বলেছেন, আম্পায়ার হিসেবে রিচার্ডের এই মনোভাব ঠিক ছিল না।