12 November 2023
BY- Aajtak Bangla
নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যে অনেক রেকর্ড হবে তা জানাই ছিল। রবিবার আরও এক নতুন রেকর্ড টিম ইন্ডিয়ার।
চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম চার ব্যাটারই হাফ সেঞ্চুরি করে ফেললেন।
ওপেন করতে নেমে দারুণ শুরু করলেন রোহিত শর্মা। ৫৪ বলে ৬১ রান করে আউট হন ক্যাপ্টেন।
৩২ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন আরেক ওপেনার শুভমন গিল।
বিরাট কোহলি ঘরের মাঠে সেঞ্চুরি না পেলেও হাফ সেঞ্চুরি করলেন। ৫৬ বলে ৫১ রান করে আউট হন তিনি।
শ্রেয়াস আইয়ার ৪৮ বলে ৫০ রানের ইনিংস খেলার পরেই রেকর্ড গড়ে ফেলে টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম চার ব্যাটার হাফ সেঞ্চুরি করলেন।
দুই ব্যাটারের সেঞ্চুরিতে নেদারল্যান্ডের সামনে ৪১১ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া।
শ্রেয়াস আইয়ার ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। তাঁর ব্যাট থেকে এল ১২৮ রান।