19 October, 2023

BY- Aajtak Bangla

Ind-NZ ম্যাচে সেই ওয়াইড না দেওয়া আম্পায়ার নেই কেন?

Ind-NZ ম্যাচে সেই ওয়াইড না দেওয়া আম্পায়ার নেই কেন?

ভারত-বাংলাদেশ ম্যাচে ওয়াইড না দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রিচার্ড কেটেলবরো।

বিরাট কোহলিকে সেঞ্চুরি করার সুযোগ দিতেই কি এমন সিদ্ধান্ত? প্রশ্ন উঠেছে তা নিয়েও।

রবিবার ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও আম্পায়ার হিসেবে দাঁড়ানোর কথা ছিল রিচার্ডের।

তবে অসুস্থ হয়ে পড়ায়, এই ম্যাচে তিনি নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিতর্ক থামাতেই কি তাঁকে সরানো হল?

বাংলাদেশের বিরুদ্ধে ৯৭ রানে ব্যাট করছিলেন বিরাট। দলের জয়ের জন্য দরকার ছিল ২ রান।

ম্যাচ চলাকালীন, বিরাট কোহলি ৯৭ রানে অপরাজিত ছিলেন। তখন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ বল লেগ সাইডের দিকে বল করেন।

যদিও আম্পায়ার রিচার্ড ওয়াইড দেননি। এর জেরেই শুরু হয় বিতর্ক।

রবিবার টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা।

হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে এসেছেন সূর্যকুমার যাদব। শার্দূল ঠাকুরের জায়গায় দলে শামি।