04 November, 2023
BY- Aajtak Bangla
রবিবার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে হাউসফুল ক্রিকেটের নন্দন কানন। টিকিটের চাহিদা ছিল তুঙ্গে।
ক্রিকেটপ্রেমী দর্শকদের রাতে ম্যাচ দেখে বাড়ি ফেরার চিন্তা দূর করল কলকাতা মেট্রো রেল। রবিবার বিশ্বকাপ উপলক্ষে বিশেষ মেট্রো চলবে।
ম্যাচ শেষ হতে বেশ রাত হবে। সেক্ষেত্রে যাঁরা ম্যাচ দেখতে আসবেন, তাঁরা বাড়ি ফেরার সময়ে অসুবিধায় পড়তে পারেন।
অনেকে বাড়ি ফেরার তাড়ায় ম্যাচ শেষের আগেই স্টেডিয়াম ছাড়ার পরিকল্পনা করেছেন। তবে সেই পরিকল্পনা বাতিল করতে পারেন।
দর্শকদের সুবিধার জন্য বিশেষ পরিষেবা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে।
একটি ট্রেন এসপ্ল্যানেড থেকে ১০.৪৫ মিনিটে ছাড়া হবে। এবং এটি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছাবে ১১.১৮ মিনিটে।
১০.৪৫ মিনিটে ছেড়ে ১১.১৮ কবি সুভাষ স্টেশনে পৌঁছবে৷ তবে খেলা আগে শেষ হয়ে গেলে এই পরিষেবা মিলবে না।
মঙ্গলবারের খেলার দিনও স্পেশাল মেট্রোর আশায় ছিলেন অনেকে। কিন্তু কোনও পরিষেবাই মেলেনি বলে অভিযোগ।
আগে খেলা শেষ হওয়ায়, মেট্রের তরফে কোনও পরিষেবা দেওয়া হয়নি। যেকারণে বিপাকে পড়েছিলেন বহু যাত্রী।
রবিবার রাতের কলকাতায় অতিরিক্ত বাস চলবে বলবেও পরিবহণ দফতর সূত্রের খবর।