02 November, 2023

BY- Aajtak Bangla

৮৮করে আউট  বিরাট, মুম্বইতে ছোঁয়া হল না সচিনের রেকর্ড

৮৮করে আউট  বিরাট, মুম্বইতে ছোঁয়া হল না সচিনের রেকর্ড

সচিনের শহরেই মাস্টার ব্লাস্টারকে ছুঁয়ে ফেলতে পারতেন বিরাট কোহলি। শ্রীলঙ্কা বরাবরই কোহলির পছন্দের প্রতিপক্ষ।

মুম্বইয়ের ওয়াংখেড়েতে সেঞ্চুরি করতে ব্যর্থ বিরাট। একদিনের ক্রিকেটে  ৪৯তম সেঞ্চুরি মিস কিং কোহলির। টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। 

শুরুটাও ভাল করেছিল লঙ্কানরা। ম্যাচের প্রথম বলে চার খেলেও, দ্বিতীয় বলেই ক্যাপ্টেন রোহিত শর্মা বোল্ড হন। 

তাতে সাময়িক ভাবে কিছুটা চাপে পড়লেও তা দারুণ ভাবে সামলে নেন বিরাট কোহলি ও শুভমান গিল। 

দুশ্মন্ত চামিরা বেশ কয়েকবার বিরাটকে বোকা বানালেও উইকেট হারাননি বিরাট। উল্টে খারাপ বল পেলেই চালাতে থাকেন। 

পার্টনারশিপ চালু রাখেন সিঙ্গল, ডাবলস নিয়ে। বিরাটের পাশাপাশি মারতে থাকেন গিলও।

১৭তম ওভারে বল করতে এসেছিলেন হেমন্ত। ২ রান নিয়ে হাফ সেঞ্চুরি করেন বিরাট।

যত সময় গড়িয়েছে ততই আক্রমণ করে গিয়েছেন বিরাট আর গিল। ৯৩ রান করে মধুশঙ্কার স্লোয়ার বাউন্সারে আউট হন গিল। 

তবে দাপট দেখাতে থাকেন বিরাট। ১৮৯ রান যোগ করেন দুই ব্যাটার। এরপর আউট হন বিরাটও। ৯৪ বলে ৮৮ রান করে ফেরেন কিং কোহলি।