16 October, 2023
BY- Aajtak Bangla
এমন সময় হঠাৎ দমকা হাওয়া। তাতেই ভেঙে গিয়েছিল হোর্ডিং। সোমবার বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা দর্শকদের অনেককে দৌড়ে বাঁচতে হল।
মাঠভর্তি দর্শক থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
ম্যাচের মাঝে এক বার বৃষ্টি আসে। তাই কিছু ক্ষণের জন্য বন্ধ ছিল ম্যাচ। পরে শুরু হলেও বেশ জোরে হাওয়া বইছিল।
তাতেই ভেঙে যায় হোর্ডিং। অনেক দর্শককে সেই জায়গা থেকে সরে যেতে হয়। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর যা আরও বেড়ে যায়।
মাঠে আসা দর্শকদের জন্য ঘোষণা করা হয় সাবধান হওয়ার জন্য। সেই সময় মাঠের উপর দিয়ে বেশ জোরে হাওয়া বইছিল।
মাঠে ঘোষণা করা হয় সকলকে আপার টিয়ারে উঠে যেতে। লোয়ার টিয়ারে থাকা নিরাপদ নয়।
ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২০৯ রান করে। অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
১৪.৪ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।