12 November 2023

BY- Aajtak Bangla

সেমিতে যেতে না পারলেও, কত টাকা পাচ্ছেন বাবররা?

বিশ্বকাপের সেমিফাইনালেই যেতে পারেনি বাবর আজমের পাকিস্তান।

তবে খালি হাতে দেশে ফিরছেন না বাবর আজমরা। লিগ পর্বে পাঁচটি ম্যাচ জিততে না পারায় সেমিফাইনালে যেতে পারেনি পাক দল।

শনিবার ইংল্যান্ডের কাছে হারার পর রবিবার দেশে ফিরে যাবেন তাঁরা। তবে সঙ্গে নিয়ে যাচ্ছেন পুরস্কারের বিপুল অর্থ।

শেষ চারে উঠতে না পারলেও পুরস্কার বাবদ আইসিসি-র কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলার পাচ্ছেন বাবররা।

পাকিস্তানের মুদ্রায় যার পরিমাণ ৭ কোটি ৩৩ লাখ টাকার বেশি। ভারতীয় মূল্যে ২ কোটি ১৪ লাখ টাকার বেশি।

লিগ পর্বে প্রতিটি ম্যাচে জয়ের জন্য ৪০ হাজার ডলার (প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা) করে পাচ্ছে পাকিস্তান।

এই হিসাবে চারটি ম্যাচ জেতার সুবাদে বাবরেরা পাচ্ছেন ১ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা)। 

এ ছাড়াও সেমিফাইনালে উঠতে না পারা দলগুলিকে ১ লাখ ডলার (প্রায় ৮৩ লাখ ৩৫ হাজার টাকা) করে পুরস্কার দিচ্ছে আইসিসি।

পাঁচ মাস বেতন পাননি পাকিস্তানের ক্রিকেটাররা। এর মধ্যেই বিশ্বকাপ থেকে বিদায়। তবে টাকা পাচ্ছেন বাবররা।