25 October, 2023

BY- Aajtak Bangla

আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর ফুঁপিয়ে কান্না বাবরের

আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর ফুঁপিয়ে কান্না বাবরের

সোমবার ভারতে আয়োজিত বিশ্বকাপে তৃতীয় অঘটন ঘটেছে। আফগানিস্তান সেই ম্যাচে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে।

চেন্নাইয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে দারুণ ম্যাচ হয়েছিল, যেখানে আফগান দল ৮ উইকেটে জিতে যায়।

পাকিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। যা ৪৯তম ওভারে মাত্র ২উইকেট হারিয়ে আফগান দল জয় পেয়ে যায়।

এই হারে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম ভেঙে পড়েন এবং ড্রেসিংরাম কেঁদে ফেলেন।

এমনটাই দাবি করেছেন প্রাক্তন ক্যাপ্টেন মহম্মদ ইয়ুসুফ তিনি বলেন, হারের জন্য কেবল মাত্র বাবরই দোষী নন।

ইউসুফ বলেন- পুরো দল এবং ম্যানেজমেন্টও এতে দোষী। বাবরের জন্য কঠিন সময়, তবে পুরো পাকিস্তান ওর সঙ্গে আছে।

ম্যাচের পর বাবর বলেন যে এই হারের পর গোটা দল শোকাহত। দলে ইতিবাচক পরিবেশ আনার চেষ্টা করব।

পাকিস্তান ৫ ম্যাচের মধ্যে মাত্র ২ টি ম্যাচ জিতেছে। সেমিফাইনালে যেতে হলে বাকি চারটি ম্যাচও জিততে হবে।