30 October, 2023
BY- Aajtak Bangla
এবারের বিশ্বকাপে শাহীন শাহ আফ্রিদি সবচেয়ে বেশি উইকেট প্রাপকের তালিকায় শীর্ষে উঠে এলেন।
দল হিসেবে পাকিস্তান একেবারেই ভাল খেলতে পারছে না। তবে ইডেন গার্ডেনসে ব্যক্তিগত রেকর্ড গড়ে ফেললেন শাহিন।
বিশ্বকাপের ম্যাচে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন শাহিন।
বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসাবে এই নজির গড়লেন তিনি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত শাহিনের উইকেট সংখ্যা ছিল ৯৯।
মঙ্গলবার প্রথম উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে মাইলফলকে পৌঁছে যান তিনি। ৫১তম এক দিনের ম্যাচে ১০০ উইকেট পূর্ণ করলেন শাহিন।
তিনি ভাঙলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের রেকর্ড। অজি জোরে বোলার ৫২টি ম্যাচ খেলে ১০০টি উইকেট নিয়েছিলেন।
এবারের বিশ্বকাপে সাত ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন শাহিন। যদিও ৬ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা।
ভারতের জসপ্রীত বুমরা এই তালিকায় ৩ নম্বরে। ৬ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। একই সংখ্যক উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের মিশেল স্যান্টনার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ২ উইকেট নিলেই শাহিনকে টপকে যাবেন বুমরা।