11 November 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপ 2023-এ পাকিস্তান দলের পারফরম্যান্স খুব খারাপ। সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল পাকিস্তান।
পাকিস্তানি দলের বাজে পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে।
এবার বাবর আজমকে নিশানা করলেন পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিমও। ইমাদ বলেছেন বাবরকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত।
ইমাদ বলেন, 'বিশ্বকাপে হেরে গেলে পদত্যাগ করা উচিত। শুধু বাবরের জন্য নয়, প্রত্যেক খেলোয়াড়ের জন্য বলছি।'
বিশ্বকাপে পাকিস্তান দলে নেই ইমাদ। এ পর্যন্ত ৫৫টি ওয়ানডে ও ৬৬টি টি- টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন।
৯৮৬ রান করার পাশাপাশি ইমাদ ওয়াসিম ODI-তে ৬৫ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে ওয়াসিম করেছেন ৪৮৬ রান।
চলতি বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী ইমাদ ওয়াসিম।