24 October, 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপে আফগানিস্তান পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে। ODI-তে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম জয়।
পাকিস্তানের এই হারের পর ওয়াসিম আক্রম রেগে গিয়েছেন। তিনি পাকিস্তানি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন।
আক্রম পাকিস্তানের একটি চ্যানেলকে বলেন, 'এদের ফিটনেস আর ফিল্ডিং দেখুন, এই খেলোয়াড়দের গত ২ বছর ফিটনেস পরীক্ষা করা হয়নি।
আক্রম আরও বলেন, 'আমি যদি নাম নেওয়া শুরু করি তাহলে মুখ থুবড়ে পড়বে। মনে হচ্ছে এরা ৮ কেজি মাটন খাচ্ছে, নিহারী খাচ্ছে।'
বাবর আজমদের ফিল্ডিং নিয়ে অসন্তুষ্ট আক্রম। তিনি বলেছেন পাকিস্তান দলের সেমিফাইনালে যেতে হলে প্রার্থনা করতে হবে।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হাসান আলীসহ অনেক খেলোয়াড়ই খুব খারাপ ফিল্ডিং করেন।
শোতে উপস্থিত মঈন খান এবং ওয়াসিম আক্রম এর পরেই পিসিবির ঘাড়ে দোষ চাপিয়েছেন।
মঈন বলেন, 'যারা PCB-তে আসছেন তাদের কোনো অভিজ্ঞতা নেই। PCB-তে ৭০ থেকে ৮০ জন আছেন, যাদের ক্রিকেটের জ্ঞান নেই।'
চেন্নাইয়ে প্রথমে পাকিস্তান ৭ উইকেটে ২৮২ রান করেছিল। মাত্র ২ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতে ম্যাচ জেতে আফগানিস্তান।