10 October, 2023

BY- Aajtak Bangla

বিশ্বকাপের মাঝেই ভারত ছাড়তে হল পাক অ্যাঙ্করকে, কেন?

বিশ্বকাপের মাঝেই ভারত ছাড়তে হল পাক অ্যাঙ্করকে, কেন?

বিশ্বকাপের মাঝেই বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানের এক সঞ্চালককে নিয়ে। যার জেরে ভারত ছাড়তে হয়েছে তাঁকে।

অভিযোগ তিনি ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছেন। সেই কারণেই  বিশ্বকাপের ব্রডকাস্ট থেকে সরিয়ে দেওয়া হল। 

হিন্দু ধর্মের প্রতি অপমানজনক মন্তব্যের কারণে জাইনাব আব্বাসের বিরুদ্ধে দিল্লির সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল ।

আমেদাবাদে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগেই জাইনাবকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এল। 

তবে তাঁর এই বক্তব্য সাম্প্রতিক কালের নয়। প্রায় ৯ বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন জাইনাব। 

সেই পোস্ট হঠাৎ করেই ফিরেছে আলোচনায়। যাতে অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানি সঞ্চালক। 

দিল্লির সাইবার সেলে লিখিত অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। এফআইআরের অনুরোধও করেছিলেন। 

হিন্দু ভাবাবেগ ও ভারতের বিরুদ্ধে মন্তব্যের কারণেই জাইনাবকে এই দেশ থেকে বিতাড়িত করার দাবিও তুলেছিলেন। বিনীত এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত বিরোধী মানুষজন কোনও ভাবেই ভারতে স্বাগত নন।’

বিশ্বকাপ কভার করতে ভারতে পা রাখার আগে বেশ উত্তেজিত ছিলেন পাকিস্তানি সঞ্চালক। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে সে কথাই জানিয়েছিলেন তিনি।