11 November 2023

BY- Aajtak Bangla

'আমরা হলে...' টাইমড আউট বিতর্কে মুখ খুললেন দ্রাবিড

‘টাইমড আউট’বিতর্কে মুখ খুললেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। শনিবার এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মিস্টার ডিপেন্ডেবেলকে।

সুযোগ পেলে ভারতীয় দল কি এমন আউটের জন্য আবেদন করত? দ্রাবিড় বলেন, ভারত এমন আউটের আবেদনই করত না।

শনিবার সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, 'আমরা হলে হয়তো এমন আবেদন করতামই না। তবে এর জন্য কাউকে দোষ দেওয়া যায় না।'

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিরুদ্ধে ‘টাইমড আউট’-এর আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। 

সেই আবেদনের ভিত্তিতে আম্পায়ার আউট দেন। সোশ্যাল মিডিয়া তো বটেই, অনেক প্রাক্তন ক্রিকেটারও শাকিবের সমালোচনা করেন।

দ্রাবিড় অবশ্য বাংলাদেশ অধিনায়ককে দোষী সাব্যস্ত করছেন না। নিয়মের মধ্যে থেকেই শাকিব আবেদন করেছেন টাইমড আউটের। 

দ্রাবিড় বলেন, 'এ জন্য কাউকে দোষ দেওয়া যায় না। কারণ নিয়মের মধ্যে থেকেই আউটের আবেদন করেছে। ও নিয়ম মেনেই চলেছে।'

‘টাইমড আউট’-এর আবেদন কোনও দল গ্রহণ করবে কিনা, তা সম্পূর্ণ সেই দলের উপরে নির্ভর করছে।

রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া।