16 November 2023
BY- Aajtak Bangla
বিরাটের ভূমিকায় অভিনয় করবেন রনবীর কাপুর? ক্যারিয়ারে এখন পর্যন্ত দারুণ সব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি।
বুধবার মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে এখানে এসেছিলেন তিনি।
এই বড় ম্যাচে বিরাট কোহলির দারুণ ইনিংস দেখেন। ওয়ানডে ক্রিকেটে ৫০ তম সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট।
রণবীর কাপুরকও বিরাটের ইনিংসে মুগ্ধ। ম্যাচ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন অ্যাঙ্কর যতীন সাপ্রু।
সেই সময়ই তিনি রণবীরকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি বায়োপিকে বিরাট কোহলির চরিত্রে অভিনয় করতে চান?
এর জবাবে রণবীর কাপুর বলেন, 'বিরাট কোহলির উপর যদি কোনো বায়োপিক তৈরি হয়, তাহলে তাঁর নিজেরই অভিনয় করা উচিত।
অনেক অভিনেতার থেকে তিনি ভালো কাজ করতে পারবেন বিরাট এমনটাই মত রণবীরের। সিনেমার তারকাদের থেকেও বেশি ফিট বিরাট।
রণবীর কাপুরের কথা ভুল নয়। ইতিমধ্যেই বিরাট কোহলিকে বিজ্ঞাপনে ভালো অভিনয় করতে দেখেছেন ভক্তরা।
ক্রিকেটের পাশাপাশি বড় পর্দায় যদি বিরাট দক্ষতা দেখান, তাহলে দারুণ হবেন বিরাট সমর্থকরা।
রণবীরেরকে দেখা যাবে 'পশু' ছবিতে। এই ছবিতে, অভিনেতাকে অন্য অবতারে দেখা যাবে। ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবি।