6 November 2023
BY- Aajtak Bangla
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেনসে বিরাট জয় পেয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে সেরা ফিল্ডার হলেন রোহিত শর্মা।
সবাইকে চমকে দিয়ে দলের অধিনায়ককে সেরা ফিল্ডার হিসাবে বেছে নেওয়া হয়েছে।
অনেকেই ভেবে নিয়েছিলেন এই পুরস্কার পেতে পারেন রবীন্দ্র জাদেজা অথবা কেএল রাহুল।
বিরাট কোহলিকে নিয়েও ভাবনাচিন্তা হচ্ছিল। কারণ গত ম্যাচে জাদেজা দুটি ক্যাচ ধরেন ও কেএল রাহুল একটি ক্যাচ ধরেছিলেন।
এছাড়াও দারুণ ফিল্ডিং করেছিলেন বিরাট। তবে সতীর্থদের পিছনে ফেলে রোহিত পুরস্কার জিতে নেন।
দলে একাত্মবোধ বাড়াতে চলতি কাপ যুদ্ধে সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়ার নিয়ম চালু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এই তালিকায় বিরাট, কে এল রাহুল, জাদেজা, শার্দুল ঠাকুর, শ্রেয়সের নাম ছিল। এবার সেই তালিকায় নাম তুলে নিলেন রোহিত।
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে উড়িয়ে দেওয়ার পর এমন চমক দেখা যাবে কে জানত!
ব্যাটিং-বোলিং সব বিভাগেই অপ্রতিরোধ্য ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।