24 October, 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপের মঞ্চে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেললেন কুইন্টন ডি কক।
মুম্বইতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ১৩৯ বলে ১৭৪ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার।
তাঁর ইনিংসে ছিল ১৫টা চার ও সাতটা ছক্কা। একের পর এক বড় শট খেলে বাংলাদেশকে চাপে ফেলে দেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
এর আগে এই বিশ্বকাপেই পাকিস্তানের বিরুদ্ধে ১৬৩ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তাঁকে ছাপিয়ে গেলেন ডি কক।
মুম্বইয়ের মাটিতে শুরু থেকেই মারতে থাকেন ডি কক। তাঁর মারের কোনও উত্তর ছিল না বাংলাদেশের বোলারদের কাছে।
দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৩৮২ রানে। বাংলাদেশের সামনে বিরাট লক্ষ্য।
ডি ককের পাশাপাশি এডেন মার্করাম ও হেনরি ক্লাসেনও দারুণ ইনিংস খেলেন।
মার্করাম ৬৯ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হলেও ক্লাসেন মারতে থাকেন।
তিনি শেষ পর্যন্ত ৪৮ বলে ৯০ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল আটটা চার ও ২টো ছক্কা।