13 November 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গিয়েছে টিম ইন্ডিয়া। এই ৯ ম্যাচে ভারতীয় দলের ৬ তারকা পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার।
কীভাবে ভারতীয় দল এত ভালো ক্রিকেট খেলছে? তা জানতে এই পরিসংখ্যান যথেষ্ট। যে কোনও দলই ভারতের বিরুদ্ধে খেলতে ভয় পাচ্ছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে কেএল রাহুল, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, আর তৃতীয় ম্যাচে জসপ্রিত বুমরা ম্যাচের সেরা হন।
চতুর্থ ম্যাচে সেরা হয়েছিলেন বিরাট কোহলি, পঞ্চম ম্যাচে সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন মহম্মদ শামি।
শুধু সেই ম্যাচে নয়, সপ্তম ম্যাচেও সেরার পুরস্কার ছিনিয়ে নেন বাংলার পেসার। সব মিলিয়ে তিন ক্রিকেটার দুই ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন।
নেদারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ৪ উইকেট হারিয়ে ৪১০ রান করে টিম ইন্ডিয়া।
শতরান করেন কেএল রাহুল ও শ্রেয়াস আইয়ার। তিন ব্যাটার শুভমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে ভর করে বড় রান করে ভারত।
শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল সেঞ্চুরি করে ভারতের রান ৪০০ পার করে দেন। ১৬০ রানে জয় পায় ভারতীয় দল।
ম্যাচের সেরা হন শ্রেয়াস আইয়ার। একটি করে উইকেট নেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২৫০ রানেই শেষ হয় ডাচদের ইনিংস।