06 November, 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপে একেবারে টপ ফর্মে বিরাট কোহলি। রবিবার নিজের জন্মদিনে ছুঁয়ে ফেলেছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকে।
তবুও নিজেকে সচিনের সমতুল্য ভাবতে নারাজ বিরাট। তবে সমর্থকরা যে তুলনা টানবেন তা তিনি ভালভাবেই জানেন।
বিরাট বলেন, ‘নিজের হিরোর রেকর্ড ছোঁয়া আমার কাছে অত্যন্ত স্পেশাল। আমি কখনই ওঁর মতো ভালো হতে পারব না।'
তিনি আরও বলেন, 'ওরকম নিখুঁত ব্যাটিংয়ের জন্য আমরা সবাই ওঁর কথা বলি। তবে ছোট থেকে যাকে দেখে বড় হয়েছি তাঁর রেকর্ড ছোঁয়া আমার কাছে একটা আবেগের মুহূর্ত।’
সেঞ্চুরি করার পরই সোশ্যাল মিডিয়ায় কোহলিকে শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টার।
সচিন লেখেন, 'দারুণ খেলেছ বিরাট। এই বছরের শুরুতে আমার ৪৯ থেকে ৫০ যেতে পুরো ৩৬৫ দিন লেগেছে।'
সচিন আরও লেখেন, 'আমি আশা করি তুমি ৪৯ থেকে ৫০-এ কয়েক দিনের মধ্যে চলে যাবে ও আমার রেকর্ড ভেঙে দেবে। অভিনন্দন!!'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ২৪৩ রানে জয় পেয়েছে। ৫ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
শুরুতে ব্যাট করে ৩২৬ রান করে ভারতীয় দল। জবাবে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।